জিনিসপত্র গন্তব্যে পৌঁছে দেবে রোবট গিতা
প্রতিক্ষণ ডেস্ক:
এবার প্রয়োজনীয় সব জিনিসপত্রের ভার বহন করে তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে রোবট। গিতা নামের স্বয়ংক্রিয় এই রোবটটি তৈরী পিয়াজিও নামের একটি প্রতিষ্ঠান।
রোবটটিতে রয়েছে সেন্সর এবং ক্যামেরা। এর মাধ্যমে দু চাকায় ভর দিয়ে রোবটটি তার মালিককে অনুসরণ করবে। দেখতে অনেকটা স্টার ওয়ার্সের ড্রয়েডের মতো রোবট গীতা মালিককে অনুসরণ করার পাশাপাশি একাকী পথ চলতেও সক্ষম।
২৬ ইঞ্চি উচ্চতার গোলাকার এই রোবটটির ভেতরের ধারণ ক্ষমতা ২০০০ কিউবিক ইঞ্চি। এটি ৪০ পাউন্ড পর্যন্ত মালামাল বহন করতে পারে।
রোবটটিতে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি লক, টাচস্ক্রিন প্রোগ্রাম ছাড়াও এতে মেনুয়াল মোডের পাশাপাশি অটোমেটিক মোড রয়েছে। একবার চার্জে ব্যাটারী চালিত এই রোবটটি ৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় এর সর্বোচ্চ গতি ২২ মাইল।
রোবটটি নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে জানানো হয়েছে, কোন কিছু খুঁজে বের করা কিংবা স্থান পরিবর্তনেই শুধু নয়, মানুষের সামর্থ্যকে বহুগুণে বাড়িয়ে দেয়ার লক্ষ্যেই তৈরী করা হয়েছে এই রোবটটি।
প্রতিক্ষণ/এডি/এস.টি