গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে ‘দ্য চেন্নাই সিল্ক’

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৭ সময়ঃ ৪:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Chennai 01সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি শাড়ি তৈরি করে  গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ভারতের তামিলনাড়ূ রাজ্যের ‘দ্য চেন্নাই সিল্ক’ নামে একটি প্রতিষ্ঠান। বিভিন্ন রত্ন পাথরে খচিত চেন্নাই এই সিল্কটির দাম ধরা হয়েছে ৩৯ লাখ ৩১ হাজার ৫২৭ রুপি। কুয়েতের এক ধনাঢ্য ব্যবসায়ীর অনুরোধে এ শাড়িটির নকশা করেছেন চেন্নাই সিল্কের ডিরেক্টর শীবলিঙ্গম। শাড়িটির জমিন জুড়ে বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবী ভর্মার আঁকা ‘গ্যালাক্সি অব মিউজিশিয়ানস’ ছবিটি ব্যবহার করা হয়েছে।

মোট আট কেজি ওজনের এ শাড়িটির নকশা তৈরিতে ব্যবহৃত হয়েছে ৫৯ গ্রামেরও বেশি স্বর্ণ, তিন ক্যারেটেরও বেশি হীরা, ১২০ মিলিগ্রাম প্লাটিনাম, পাঁচ গ্রাম রূপা, দুই ক্যারেটেরও বেশি রুবি, ৫৫ ক্যারেট পান্না, মুক্তা, নীলকান্তমণিসহ আরও বেশ কিছু রত্ন। ৩৬ জনেরও বেশি কারিগর এক বছর ধরে এ শাড়িটি তৈরি করেছেন। ২০০৮ সালের ৫ জানুয়ারি দিল্লিতে এই শাড়িটি বিক্রি করা হয়েছিল।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G