গুগলের ‘অটো’ মেইল সেবা

প্রকাশঃ নভেম্বর ৬, ২০১৫ সময়ঃ ২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

googleইমেইলের স্বয়ংক্রিয় জবাবের ব্যবস্থা করেছে সার্চ ইঞ্জিন গুগল। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাতে যাচ্ছে। অর্থাৎ এর ফলে মেইল বক্সে যেসব মেইল জমা পড়বে বা আসবে সেগুলোর অটো উত্তর জানাবে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স [এআই]।

স্মার্ট রিপ্লাই সিস্টেমের মাধ্যমে মেইলের ধরন বুঝে অটো রিপ্লাই ঠিক করে দিতে পরামর্শ দিয়েছে গুগল। এ পদ্ধতি মূলত দ্রুত জবাব পাঠানোর জন্য প্রযোজ্য। কোনো মেইলের জবাব দেয়ার সময় নেই বা প্রয়োজন নেই এ ক্ষেত্রে এটি প্রয়োগ করা যেতে পারে।

নতুন কিছু শিখতে মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে, গুগলের নতুন ফিচারটি একই ঢংয়ে কাজ করবে। তা ছাড়া যে মেইলটি আসবে তার বক্তব্য ও ধরন বোঝার চেষ্টা করবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন ফিচার। সঙ্গতি রেখেই উত্তর তৈরি করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে তা অটো প্রেরণ করে দিবে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G