গুগলের গায়ে ভালবাসার ছোঁয়া

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৭ সময়ঃ ৬:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫০ অপরাহ্ণ

405ভালবাসা দিবসের ছোঁয়া লাগলো গুগলের গায়ে। এ উপলক্ষে গুগল একটি ডুডল গেম প্রকাশ করেছে।  ভালবাসার অনুভূতির পাশাপাশি গুগলের এ গেমটি বিলুপ্তপ্রায় প্রাণী পেঙ্গোলিন সম্পর্কে সকলকে সচেতন করার একটি প্রয়াস।

এশিয়া এবং সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে পেঙ্গোলিন দেখতে পাওয়া যায়। এরা পিঁপড়াজাতীয় প্রাণী খেয়ে বেঁচে থাকে। এদের জিব বেশ লম্বা। বিপদ দেখলে এরা গুটিয়ে যায় এবং গোলাকার বলের মত আকার ধারন করে।

ডুডলের এই গেমে মূল চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে দুই পেঙ্গোলিন প্রেমিক-প্রেমিকাকে। গেমটির বিভিন্ন লেভেলে প্রেমিক পেঙ্গোলিন পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে প্রেমের পাঠ নেয়। প্রথমে সে যায় ঘানায়, সেখানে চকলেট কেক বানানো শিখে। তারপর ভারতে গিয়ে শিখে প্রেমিকাকে মুগ্ধ করার মত সঙ্গীতের কলাকৌশল। চীনে গিয়ে সে নৃত্য শিখে, ফিলিপাইনে শিখে ফুলের ডালি সাজানো।

প্রেমিকাকে সবগুলো উপহার পৌঁছে দেয়ার মাধ্যমে গেমটি শেষ হয়। কম্পিউটার বা মোবাইল থেকে গুগলে গেলেই গেমটি খেলতে পারবেন যে কেউ।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G