গুগলের নতুন ফোন ‘পিক্সেল ২’

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৭ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

01 চলতি বছরের শুরুতে নতুন স্মার্টফোন উন্মোচন করবে গুগল। তবে নতুন ডিভাইসের নাম কী রাখা হতে পারে তা এখনই স্পষ্ট করে বলা না হলেও পিক্সেল নামের সঙ্গে থাকলে নতুন স্মার্টফোনের নাম রাখা হতে পারে ‘পিক্সেল ২’।

06গুগল স্মার্টফোন হবে পানিনিরোধী। এর আগে স্যামসাং এবং অ্যাপলের আইফোনকে আইপি৬৮ মানসম্পন্ন বা পানিনিরোধী করা হয়েছে। এক থেকে দেড় মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত পানিনিরোধী এই ডিভাইসগুলো।

এবার গুগলের নতুন ফোনকেও পানিনিরোধী করে এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে চাচ্ছে গুগল।

শুধু পানিনিরোধীই নয় নতুন ফোনে নিজেদের তৈরি প্রেসসর ব্যবহার করবে গুগল, ব্লুমবার্গ-এর সঙ্গে সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট এ কথা জানান।

এর আগে কোয়ালকম-এর প্রসেসর ব্যবহার করে আসছিল গুগল।

এ যাবৎ নেক্সাস নামে তৃতীয় পক্ষের মাধ্যমে স্মার্টফোন তৈরি করে আসছিল গুগল। আগের বছরই প্রথমবারের মতো পিক্সেল নামে নিজেরাই স্মার্টফোন তৈরি করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে নতুন এই ফোনটির দাম সর্ম্পকে কিছুই জানা যায় নি।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G