গুগল ডুডলে স্বাধীনতা দিবস
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বাংলাদেশের ৪৫ তম স্বাধীনতা ও জাতীয় দিবসের সম্মানে ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল।
স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে নান্দনিক এই ডুডলটি এখন শোভা পাচ্ছে গুগলের হোম পেইজে।
আজকের ডুডলে দেখা যাচ্ছে, সবুজ অক্ষরে গুগল লেখার মাঝখানে একটি বড় লাল সূর্য, আর তার মাঝে বাংলার শৌর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার।
বৃত্তে আরও দেখানো হয়েছে জল; কেননা বাংলাদেশ নদীমাতৃক এক দেশ। লাল-সবুজের অনুপাত ঠিক রাখতে GOOGLE-এর প্রথম দুই অক্ষর এবং শেষের তিন অক্ষর সবুজ রঙে রাঙানো।
ডুডলটির ওপর মাউস পয়েন্টার রাখলেই ইংরেজিতে লেখা উঠছে- বাংলাদেশের ৪৫ তম স্বাধীনতা দিবস।
বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস ও বিষয়ে গুগল তাদের এই গ্রাফিক উপস্থাপনা দিয়ে সাজায় তাদের হোমপেইজ।
প্রতিক্ষণ/এডি/রিয়া