গুলশান কার্যালয়ে সাংবাদিক নেতারা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষন ডট কম.
বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপিপন্থি সাংবাদিক নেতারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ ও সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ মোট ১৩ জন সাংবাদিক বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন বলে জানা গেছে।
সোমবার রাত ৭টা ৫০ মিনিটে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন বলে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান জানান।
প্রসংগত, গত ৩ জানুয়ারি রাত থেকে ওই কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
প্রতিক্ষণ/এডি/রিফাত