গুলশান চত্বরে গাড়ি চালকদের অবস্থান

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ১১:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Gulshan২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতেই গুলশান-২ চত্বরে অবস্থান নেয়া গাড়ি চালকেরা এখনো সেখানেই অবস্থান করছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে তারা সেখানে জড়ো হয়ে রাতে চত্বর দখলে নেয়।

সেখানে অবস্থানরত একজন গাড়িচালক জানিয়েছেন রাতভর তারা গুলশান-২ চত্বরে নানারকম গান বাজনা করেছেন। প্রতিবাদী গানও পরিবেশন করেছেন। তাদের এই কর্মসূচিতে সাধারণ মানুষরাও অংশ নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

এদিকে অবরোধ প্রত্যাহার করে নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে সেখানে অবস্থানরত শ্রমিকদের।

প্রসঙ্গত, গতকাল দুপুরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাড়ি চালকেরা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন।

প্রতিক্ষণ /এডি/মেজবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G