গুলিবিদ্ধ নবজাতক আশঙ্কা মুক্ত নয়
নিজস্ব প্রতিবেদক
যুবলীগের দু`গ্রুপের সংর্ঘষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ নবজাতক আশঙ্কা মুক্ত নয় । প্রতিক্ষণ ডট কমকে তার চাচা রেজোয়ান জানিয়েছেন, বর্তমানে বাচ্চাটি ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে । গুলিবিদ্ধ নবজাতকের চাচা আরও বলেন, চোখে গুলি লেগেছে, চোখের ভেতর রক্ত জমে আছে এবং চোখ নষ্ট হওয়ার সম্ভবনা আছে। বর্তমানে তার মা, বাবা হাসপাতাল অবস্থান করছে ।তিনি আরও জানান, নয় সদস্য বিশিষ্ট ডাক্তারদের বেঞ্চ গঠন করে তার অস্ত্রপাচার করা হয়।
উল্লেখ্য গত ২৩ জুলাই, বৃহস্পতিবা্র, মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের সমর্থক দু`গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা হয়। এ সময় প্রতিপক্ষ আজিবর ও আলীর নেতৃত্বে একটি গ্রুপের যুবলীগ কর্মী কামরুল ভূঁইয়ার বড় ভাইয়ের গর্ভবতী স্ত্রী নাজমা খাতুন ও চাচা মমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতেই অস্ত্রপচারের মাধ্যমে নাজমা খাতুন গুলিবিদ্ধ একটি কন্যা নবজাতকের জন্ম দেন। আহত মমিন ভূঁইয়া শুক্রবার রাতে মারা যান।
এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
প্রতিক্ষণ /এডি / মেহেদী