গুলিস্তানে সংঘর্ষঃ ১৯০ হকারের জামিন

প্রকাশঃ জুন ১২, ২০১৬ সময়ঃ ২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

623ff23953521e519eced9adfd79fe5b-19

রাজধানীর গুলিস্তানে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার ১৯০ হকারকে মহামান্যআদালত জামিন দিয়েছেন। আজ রোববার তাদের জামিনের এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকারদের সঙ্গে বিপণি বিতানের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা প্রায় দুইটা পর্যন্ত গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে হকারদের আবারও ব্যাপক সংঘর্ষ হয়। এতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। দুই পক্ষের সংঘর্ষের সময় মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন আহত হন। পুলিশ ঢাকা ট্রেড সেন্টারে অভিযান চালিয়ে দু’শতাধিক হকারকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়। আটক ১৯০ জনকে পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সন্ধ্যায় আদালতে হাজির করে পুলিশ।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G