‘গোয়েন্দা গিন্নি’,‘কিরণমালা’র শুটিং-ও বন্ধ

প্রথম প্রকাশঃ জুলাই ১৪, ২০১৬ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

kironmala..02ভারতের পশ্চিম বাংলার টেলিভিশন চ্যানেল জি বাংলা এবং স্টার জলসার সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘ভুতু’, ‘গোয়েন্দা গিন্নি’, ‘কিরণমালা’সহ জনপ্রিয় দশটি মেগা সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে গেছ।

জানা গেছে, নামকরা কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ধারাবাহিকগুলোতে কর্মরত কারিগরি কর্মীরা। সমস্যার সমাধানে কথা বলতেও আগ্রহী নন প্রোডাকশন হাউসের মালিকেরা। এর মধ্যে রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস ছাড়া আরও আছে ভেঙ্কটেশ ফিল্ম, সুরিন্দর ফিল্মস ইত্যাদি।

কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাকি জন্য রয়েছে তাঁদের অতিরিক্ত কাজের পারিশ্রমিক। টেকনিশিয়ানদের কর্মবিরতিতে মঙ্গলবার থেকে ‘পটল কুমার গানওয়ালা’, ‘ভুতু’, ‘গোয়েন্দা গিন্নি’ ‘কিরণমালা’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালের কাজ বন্ধ হয়ে যায়।

এদিকে, টেকনিশিয়ান ও প্রোডাকশন হাউজের কোন্দলের ফলে বিপাকে পড়েছে চ্যানেল কর্তারা। সিরিয়ালের কাজ যদি ২-৩ দিনের বেশি আটকে থাকে তাহলে চ্যানেলে ওই অতগুলি টাইমস্লটে কী অনুষ্ঠান দেখানো হবে তা ভেবেই দিশেহারা তারা। অনুষ্ঠানের উপর নির্ভর করে বিজ্ঞাপন আসে, ব্যবসা হয়, তাড়াতাড়ি সমস্যা না মিটলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে তাদের।

জি বাংলা চ্যানেলটির একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, জি বাংলা চ্যানেলসহ স্টার জলসায় কর্মরত কারিগরি কর্মীদের কর্মবিরতিতে মোট ১০টি ধারাবাহিকের শুটিং বর্তমানে বন্ধ আছে। এ মুহূর্তে সংশ্লিষ্ট যে পর্বগুলো দেখানো হচ্ছে, তা অন্তত দুই সপ্তাহ আগে ধারণ করা।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G