রোগের সংস্পর্শে এলেই রং বদলাবে…

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ১:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Sexual-disease-stock-imagesএ জিনিস যাদের মস্তিষ্কপ্রসূত, তারা এখনও যৌবনে পা দেয়নি। আবিষ্কারক তিন জনেই কিশোর। স্কুলপড়ুয়া ছাত্র। কিন্তু এই বয়সে তাদের আবিষ্কার, আলোড়ন ফেলে দিয়েছে। যে কারণে সম্প্রতি লন্ডনে Teen-Tech অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই তিন কিশোরকে।

তাদের আবিষ্কার কন্ডোম দুনিয়ায় বিপ্লবই বলা চলে। বলতে, পারেন রোগ ধরবে কন্ডোম। অর্থাৎ ডাক্তারি করবে। কিন্তু কী ভাবে?

আবিষ্কারক ওই তিন কিশোরের দাবি, যৌন সংক্রামিত কোনও ইনফেকশন (STI)-এর সংস্পর্শে এলে, রং বদলে ফেলবে কন্ডোমটি। বিচিত্র এই কন্ডোমটির তারা নাম দিয়েছে S T EYE। চোখই তো, কারণ ওই muaz-nawaz-13-daanyaal-ali-14-and-chirag-shah-14-tell-dr-christian-jessen-about-their-s-t-eye-ideamuaz-nawaz-13-daanyaal-ali-14-and-chirag-shah-14কন্ডোমের চোখেই ধরা পড়বে গোপন অসুখ। ফলে, ব্যবহারকারী সতর্ক হয়ে যেতে পারবেন। বা, প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবেন।

যাদের মস্তিষ্কপ্রসূত এই S T EYE কন্ডোম, সেই তিন কৃতীর নাম ড্যানিয়েল আলি, ১৪, মুয়াজ নওয়াজ, ১৩, এবং চিরাগ শাহ, ১৪।
এই তিন কিশোরের কথায়, ‘সেক্স ট্রান্সমিটেড ইনফেকশন (STI) শনাক্তকরণের নতুন পন্থাই হল আমাদের তৈরি বিশেষ ধরনের এই কন্ডোম।’

সম্প্রতি এই কিশোরদের সম্মানিত করতে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G