গোলাপে গোলাপি বর্ণ
তাজিন আক্তার, প্রতিক্ষণ ডটকম:
সৌন্দর্য্য’ কথাটি শুনলেই চোখের সামনে ভেসে উঠবে একটি লাবন্যময় হাসিমাখা মুখের প্রতিচ্ছবি। প্রাকৃতিক পদ্ধতি অবলম্বনে আপনিও আপনার ত্বককে করে তুলতে পারেন আরো ফর্সা, আরো উজ্জ্বল।
তেমনি একটি হোম মেইড বিউটি টিপস গোলাপ জল – এটি ব্যবহারে ভাল ফল পাবেন নিশ্চিত।
খুব অল্প সময়ে সুন্দর ত্বক পেতে গোলাপ জল অনন্য।
গোলাপ ফুল কিনে পাঁপড়িগুলো আলাদা করে একদিন জলে ভিজিয়ে রাখুন। এরপর প্রতিদিন মুখে ব্যবহার করুন। সম্ভব হলে যতবার মুখ ধোবেন, ততবারই গোলাপ জল ব্যবহার করবেন।
মনে রাখবেন গোলাপ জলে মুখ ধোয়ার সময় কোন ধরনের সাবান ব্যবহার করবেন না।
অনেকের ক্ষেত্রে এমনও দেখা গেছে যে গোলাপ জল নিয়মিত ব্যবহারে ত্বকের রং শুধু সুন্দর ফর্সা হয়েছে তা-ই নয়, একটু গোলাপি বর্নও ধারন করেছে।
তাজিন/প্রতিক্ষণ/এডি/আরেফিন