গোসল করার অপরাধে শিশুকে মারধর
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশের লেকে গোসল করতে যাওয়ায় এক শিশুকে নির্যাতন করেছে পুলিশ। এ ধরণের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করে প্রত্যেকে।
মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানের রাস্তার পাশে বসে পথশিশুকে এক পুলিশ সদস্য মারধর করে। কখনো গলা টিপে, কখনো আবার মুখ চেপে ধরে শিশুটিকে জুতাপেটা করছেন ঐ পুলিশ সদস্য। ছবিতে শিশুটিকে নির্যাতনের সময় পাশে আরো চার পুলিশ সদস্যকে নির্বিকার বসে থাকতে দেখা গেছে।
ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী সৈকত মজুমদার। মঙ্গলবার বিকেলে তিনি ছবিগুলো ফেসবুকে পোস্ট করার পর তা কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিগুলো দেখে পুলিশ সদস্যদের এ ধারনের ‘দায়িত্ব পালনে’ ক্ষোভ প্রকাশ করছেন ফেসবুক ব্যবহারকারীরা। মন্তব্যে শিশু নির্যাতনের অভিযোগে এসব পুলিশ সদস্যের শাস্তি চেয়েছেন অনেকেই।
আলোকচিত্রী সৈকত মজুমদার জানান, ছবিগুলো গত ২১ এপ্রিল তোলা। ঐ দিন দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় এই দৃশ্য কৌশলে ক্যামেরাবন্দি করেন তিনি। এরপর পুলিশ সদস্যদের কাছে এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা বলেন, ‘এ লেকে শিশুদের গোসল করা বন্ধ করতে আমরা ১৩ জন পুলিশ সদস্য এখানে কাজ করছি। কিন্তু শিশুরা কিছুতেই আমাদের কথা শুনতে চায় না। তাদের গোসল করা বন্ধ করতে মাইর-ই একমাত্র ওষুধ। তাই একজনকে ধরে শাস্তি দিছি।’
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে আমার থানার পুলিশ ডিউটি করে না। ওখানে সংসদ ভবনের পুলিশের ডিউটি। আপনি ওনাদের জিজ্ঞেস করেন।’
আর জাতীয় সংসদের ডেপুটি সার্জেন্ট এট আর্মস স্কোয়াড্রন লিডার এম সাদরুল আহমেদ খান জানান, ‘জাতীয় সংসদের কোনো আলাদা পুলিশ নেই। শেরেবাংলা নগর থানা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুলিশরা জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এ ছাড়া সংসদ ভবনের নিরাপত্তারক্ষীরা আছেন। তবে চন্দ্রিমা উদ্যানে তারা কোনো অভিযান চালাননি বলে তিনি জানান’।
=====