গোসল না করে গাড়ি চালালে লাইসেন্স বাতিল!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
প্রয়োজনেই আইন বানিয়েছে সমাজের মানুষ। অদ্ভুত আইনও রয়েছে বহু। বিচিত্র আইনের অনেকগুলোই সময়ের সঙ্গে খুব একটা পরিবর্তন হয়নি।অনেক দেশে অনেক রকমের আইন রয়েছে। যার একটা অংশ এখনও কার্যকর আবার কিছু কিছু শুধু বইয়েই লিপিবদ্ধ।
অনেক প্রয়োজনীয় আইন কার্যকর না থাকলেও উদ্ভট ও হাস্যকর বেশ কিছু আইন পৃথিবীতে এখনো কার্যকর রয়েছে। আবার এমনও আইন যা সামাজিক দৃষ্টি ভঙ্গি অনুসারে অনেক অন্যায় কাজকেও বৈধতা দেয়। তেমনি একটি আজব আইন আছে গ্রীসে।
এথেন্সে কোনো চালক গোসল না করে গাড়ি চালালে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়! এমনকি কেউ যদি গোসল করার পরেও নোংরা পোশাক পরে গাড়ি চালায় তবে স্থানীয় পুলিশ ঐ গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে।
প্রতিক্ষণ/এডি/পাভেল