গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে কঠোর কর্মসূচি : বিএনপি

প্রকাশঃ এপ্রিল ৮, ২০১৬ সময়ঃ ২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

Rizvi-30-marchসরকার আবারও গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুণের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দুর্নীতির ব্যপ্তি বাড়ানোর জন্য দাম বাড়ানো হচ্ছে। গুম অপহরণ লাশের মিছিলে যেখানে দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে সেখানে নতুন করে দাম বাড়ালে দেশ দুর্যোগে পড়বে। দেশের অর্থনীতির বিশাল অংশ বিদেশে পাচার করে অর্থনীতিকে দাফন করা হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকার প্রেক্ষাপটে ব্যবসায়ীদের দাবির মুখে সরকার সম্প্রতি দেশের বাজারেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়। কিন্তু বুধবার জ্বালানি বিভাগে এক বৈঠকের পর জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু গ্যাস ও বিদ্যুতের মূল্য সমন্বয়ের কথা বলেন। এর আগে গতবছর ২৭ অগাস্ট গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়।

পুলিশ র্যা ব হত্যা বিলাশী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে গণতান্ত্রিক অধিকার পুলিশের কাছে বিলীন করে দিয়েছে। গণমাধ্যম প্রচণ্ড হুমকির মধ্যে। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে তীলে তীলে নিঃশেষ করার চেষ্টা করছে সরকার।

বাঁশখালির ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, পুলিশ নিজেই দায় নিয়েছে। জনগণ মানে যুবলীগ ছাত্রলীগের ক্যাডার। আর তারাই এ ঘটনা ঘটিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সসম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ দফতর আবদুল লতিফ জনি প্রমূখ।

প্রতিক্ষণ/এডি/জেআই

========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G