গ্যাস লাইনে আগুনেঃ দগ্ধ ৬
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কাফরুলের মিরপুর-১৪ পূর্ব সেনপাড়া এলাকার ৫৯০ নম্বর একটি টিনশেড বাড়িতে গ্যাসের লাইন থেকে আগুন লেগে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, ঐ বাড়ির ভাড়াটিয়া এস এম দেলোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী সালেহা (৪০), তাদের দুই মেয়ে আমেনা (২৫) ও ফাতেমা (১২), ছেলে জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১)।
এদের মধ্যে দেলোয়ারের শরীরের ৪০ ভাগ, সালেহার শরীরের ২২ ভাগ, আমেনার শরীরের ১৮ ভাগ, আরমানের শরীরের ১৬ ভাগ, জাহিদের শরীরের ৪১ ভাগ ও ফাতেমার শরীরের ২০ ভাগ পুড়ে গেছে।
আহত দেলোয়ার জানান, তিনি মৃত ওহিদ মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। রাতে জেগেই ছিলেন। দেড়টার দিকে হঠাৎ করে তার ঘরে আগুন লেগে যায়। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।
তিনি জানান, বাসার ভিতরে পুরাতন একটি গ্যাসের পাইপ রয়েছে। এটা দিয়ে গ্যাস নির্গমন হয়। বাড়িওয়ালার ছেলেকে জানালেও তারা বিষয়টির দিকে নজর দেয়নি।
তবে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন জানান, ঐ বাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।
প্রতিক্ষণ/এডি/এফজে