গ্রাহকদের অর্থ ফেরত দিচ্ছে ব্যাংকগুলো
নিজস্ব প্রতিবেদক
ব্যাংকের এটিএম কার্ড জালিয়াত করে বুথ থেকে টাকা চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দিচ্ছে ব্যাংকগুলো।
বৃহস্পতিবার ২৪ জন গ্রাহককে প্রায় ১৭ লাখ ৫৩ হাজার টাকা ফেরত দিয়েছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)।
আর আগামী সপ্তাহের মধ্যে বাকি তিনটি ব্যাংককে (সিটি ব্যাংক, ইউসিবিএল ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক) তাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ পর্যায়ক্রমে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইস্টার্ন ব্যাংকের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ইস্টার্ন ব্যাংকের মোট ২৪ জন গ্রাহকের কার্ড জালিয়াতি হয়েছে। ভিডিও ক্যামেরা স্থাপনের মাধ্যমে গ্রাহকের এটিএমে কার্ডের তথ্য চুরি করে অবিকল এটিএম কার্ড তৈরি করা হয়েছিল। এ কার্ডের মাধ্যমেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশের পরিপ্রেক্ষিতে গ্রাহকদের অর্থ ফেরত দেয়া হচ্ছে। আজ ২৪ জন গ্রাহকের মধ্যে পাঁচজনকে আনুষ্ঠানিকভাবে তাদের অর্থ ফেরত দেবে। বাকি গ্রাহকদের অর্থ আজ ব্যাংক লেনদেনের সময় শেষ হওয়ার আগেই তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বনানী ও মিরপুরের বিভিন্ন বুথ থেকে স্কিমিং ডিভাইসের মাধ্যমে গ্রাহকের ডেবিট কার্ডের তথ্য ও পাসওয়ার্ড চুরি করে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেয় একটি চক্র। এই চক্রের সঙ্গে একাধিক বিদেশি নাগরিক জড়িত বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে। ঘটনার পর থেকে পাঁচ বিদেশিকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়।
প্রতিক্ষণ/এডি/এফটি