গ্রিণ সিটি হবে চট্টগ্রাম

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৩ অপরাহ্ণ

  নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

সাগর ও পাহাড়কে কাজে লাyear_bg_561212198গিয়ে চট্টগ্রামকে গ্রিণ সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন।

শনিবার নগরীর কাজেম আলী স্কুলের ১৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।
‘চট্টগ্রামের মতো সুন্দর শহর পৃথিবীর কোথাও নেই উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশররফ  বলেন, এখানে একদিকে সাগর এবং অন্যদিকে পাহাড়।  পাহাড় ও সাগরকে নিয়ে গ্রীণ সিটি গড়ে তোলার উদ্যোগ  নিয়েছে সরকার।
চট্টগ্রামে গ্যাস সমস্যার সমাধানে এলএনজির সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আনোয়ারা ও মিরসরাইয়ে  দুটি ইকোনোমিক জোন গড়ে তোলার প্রক্রিয়া চলছে।  এতে চট্টগ্রাম সত্যিকারের গ্রিণ সিটিতে পরিণত হবে।’
কাজেম আলী স্কুলের ১৩০ বছর পূর্তি উদযান পরিষদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সংসদ সদস্য এম এ লতিফ,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  আবদুচ ছালাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ ওমর ফারুক, জাপা নেতা সোলায়মান আলম শেঠ,প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী,কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন,জাপা দক্ষিণ জেলার আহবায়ক শামসুল আলম মাষ্টার,কাউন্সিলর আনজুমান আরা বেগম প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/ রোদেলা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G