গ্রিন ইন্ডাস্ট্রি গড়তে সহযোগিতা করবে বিবি: গভর্নর

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ৩:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

imagesবাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশে পরিবেশবান্ধব গ্রিন ইন্ডাস্ট্রি গড়তে আগ্রহী উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংক বিনিয়োগসহ সব ধরনের সহযোগিতা করবে।

সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লাার নরসিংপুরে প্লাটিনাম ফ্যাশন লিমিটেডের নবনির্মিত প্লাটিনাম ফ্যাক্টরি পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে বাংলাদেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে এবং রানা প্লাজার দুর্ঘটনার কলঙ্কমুক্ত হবে।

তিনি দেশের ব্যবসায়ীদের এ ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে দেশকে আরো সমৃদ্ধ করার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন প্লাটিনাম ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ এম সারোয়ারসহ দুই ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

আইএফআইসি ব্যাংকের অর্থায়নের এই প্রতিষ্ঠানটি নির্মিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক এর পুনঃঅর্থায়ন করে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G