গ্রিসের নির্বাচনে সিরিজা পার্টির বিজয়

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

sirija partiগ্রিসের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে দেশটির কৃচ্ছ্রতা-বিরোধী বামপন্থি দল সিরিজা।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৭৫ শতাংশের কাছাকাছি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে দেখা যাচ্ছে, মোট ১৪৯টি আসনেই জয়ের পথে রয়েছে সিরিজা।

ঋণ এবং অর্থসংকট থেকে মুক্তি পেতে গত কয়েক বছর ধরে গ্রিসে যে মিতব্যয়িতা বা কৃচ্ছ্রতার নীতি চলছে সেটির ঘোর বিরোধী সিরিজা।

মানুষের ব্যাপক সমর্থন পেলেও সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সিরিজা একাই সরকার গঠন করতে পারবে কি-না তা এখনও স্পষ্ট নয়। কেননা, একক সংখ্যাগরিষ্ঠতার জন্য যত আসন প্রয়োজন তার থেকে এখনও সিরিজার দুটো আসন কম রয়েছে। তবে, বাকি ভোট গণনা হলে এই সংখ্যাটি বদলে যেতে পারে।

৭৫ শতাংশের মতো ভোট গণনায় দেশটির ক্ষমতাসীন মধ্য ডানপন্থি দল নিউ ডেমোক্রেসি বড় ব্যবধানের হলেও দ্বিতীয় স্থানে রয়েছে।

ইতিমধ্যেই পরাজয় মেনে নিয়েছেন দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী এন্টোনিস সামারাস। তিনি সিরিজার প্রধান অ্যালেক্সিস সিপরাসকে ফোন করে অভিনন্দনও জানিয়েছেন।

নির্বাচনের আগে অ্যালেক্সিস সিপরাস প্রতিশ্রুতি দিয়েছিলেন, আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে তিনি পুনরায় আলোচনায় বসবেন।

নির্বাচনে জয়লাভের পর তিনি বলেছেন, বিদায়ী সরকার কৃচ্ছ্রতার যে কঠোর নীতি নিয়েছিল এবার তার অবসান ঘটতে যাচ্ছে।

অ্যালেক্সিস সিপরাস বলেছেন, ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতে নতুন সরকার তার আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে সহযোগিতা করতে ও আলোচনায় বসতে প্রস্তুত।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G