ঘরেই করুন পেডিকিউর-মেনিকিউর

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৫:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ পূর্বাহ্ণ

যৌ4ক্তিকভাবে একটি অংশকে কেন্দ্র করে কখনো সৌন্দর্য শব্দটি ব্যবহার করা যায় না। যা সম্পূর্ণ তাই পরিপূর্ণ; আর যা পরিপূর্ণ সেখানেই সৌন্দর্যের বসবাস। তত্ত্ব দিয়ে সাধারণীকরণ করা যতটা কঠিন তথ্য দিয়ে করাটা ঠিক ততটাই সহজ। তাই এবার তথ্যে ফিরে আসতে চাই।

আমরা মুখের ত্বক নিয়ে যতটা সচেতন হাত-পায়ের যত্মের ব্যাপারে কি ঠিক ততটাই যত্মশীল? ভেবে দেখনেতো। সেই অসামজ্ঞস্য ভাবনার মেলবন্ধন ঘটানোর জন্যই আমরা আজকে হাত-পায়ের শ্রী বৃদ্ধির বিষয়ে জানতে চেষ্টা করব। ঘরে বসেও আপনি সহজেই করতে পারেন পেডিকিউর- মেনিকিউর। তাহলে জেনে নিন তার আদ্যপান্ত:

 

যে উপকরণগুলো প্রয়োজন হবে:2

গরম পানি, শ্যাম্পু, নেইল কাটার, ঝামা, ব্রাশ, তোয়ালে, বড় বোল, গোলাপজল 

যেভাবে করবেন

প্রথমে বোলে কুসুম গরম পানি ঢালুন।

পানির মধ্যে এক প্যাকেট মিনিপ্যাক শ্যাম্পু ঢেলে পানি গুলিয়ে নিন।

এখন পানির মধ্যে কয়েক ফোটা গোলাপজল দিন।

হাত ও পা পানিতে ডুবান।

7ব্রাশ দিয়ে হাত ও পায়ের নখের আশেপাশে ঘষুন। পায়ের গোড়ালী ঝামা দিয়ে ঘষুন।

নেইল কাটারের ভিতরের ছুরি দিয়ে হাত, পায়ের নখের বাড়তি অংশ (চামড়া) কেটে ফেলুন।

ভালো করে হাত পা ঘষে ঘষে পরিষ্কার করুন।

এখন পানির ভেতর থেকে হাত ও পা বের করে নিন।

তোয়ালে দিয়ে ভালো করে হাত ও পা মুছে নিন।

সবশেষে হাত ও পায়ে ভালো মশ্চায়রাইজার ক্রিম বা লোশন ব্যবহার করুন।

সময়ের অভাবে কিংবা আর্থিক অসঙ্গতির কারণে যাদের নিয়মিত পার্লারে গিয়ে

পেডিকিউর-মেনিকিউর করা সম্ভব না তাদের জন্যই এ ঘরোয়া পন্থা। এবার সৌন্দর্য চর্চা হোক আপনালয়ে।

 

প্রতিক্ষণ/এডি/শাআ/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G