ঘরের দেয়ালটাও সাজুক বর্ণিল সাজে

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৬ সময়ঃ ৯:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

borboletas-na-parede

কে না চায় নিজের ঘরটা সাজুক মনের মতো। একটু শৈল্পীক নিপুণতা প্রয়োগ করে আপনিও পেতে পারেন বৈচিত্র্যময় একটি ঘর। আর তার জন্য তো ঘরের অন্যতম অংশ দেয়ালের দিকেও নজর দিতে হবে। কিন্তু দেয়ালের রং তো আর বার বার বদলানো যায় না। এখন ভাবছেন রং না করে কিভাবে বৈচিত্র্যময় করে তুলতে পারেন দেয়ালটাকে! রং না করেও সাদাসিধে দেয়ালটাকে একটু নান্দনিকতা দিতে রঙিন কিছু ওয়ালপেপার লাগিয়ে খুব সহজেই বদলে ফেলতে পারেন ঘরের গুরুত্বপূর্ণ এই অংশের অবয়ব।

mariposa2

দেয়াল অনুযায়ীঃ

সাধারণত দেয়ালের ভিন্নতা আনতে এবং আকর্ষণীয় করতে ওয়ালপেপার ব্যবহার করা হয়। ওয়ালপেপারের রং ও নকশা নির্ভর করে রুমের ডেকোরেশন এবং পুরো দেয়ালে রঙের ওপর।

-কোনো রুমের বেইজ যদি সাদাকালো হয়, তাহলে অবশ্যই সাদাকালোর মিশ্রণের ওয়ালপেপার ব্যবহার করতে হবে।

– গোলাপি রঙের রুমে গোলাপি অথবা গোলাপি-সাদার মিশ্রণের ওয়ালপেপার প্রাধান্য পাবে।
-তবে সাদা রঙের রুমে চাইলে আমরা যে কোনো রঙের ওয়ালপেপার ব্যবহার করতে পারি। এ ক্ষেত্রে দেয়ালটি অনেক বেশি হাইলাইট হবে।

dec_7182

লিভিং রুমের জন্যঃ

লিভিং রুমে যেহেতু পর্দা অনেকটা জায়গা নিজেই সাজিয়ে তোলে, সেহেতু ওয়ালপেপার খুব বেশি জরুরি না। চাইলে যেকোনো এক অংশের দেয়ালে ওয়ালপেপার লাগিয়ে পুরো থিম বদলে দিতে পারেন। এ ক্ষেত্রে দেয়ালের রঙের সঙ্গে অবশ্যই সোফার মিল থাকতে হবে এবং পর্দার রঙের সঙ্গে মিল রেখে ওয়ালপেপার লাগাতে হবে। যেমন, পুরো লিভিং রুমে সবুজ রঙের ছোঁয়া আছে সে ক্ষেত্রে গাঢ় সবুজ রঙের ওয়ালপেপার বেশ ভালো লাগবে। এখানে অন্য কোনো রঙের ওয়ালপেপার লাগান সে ক্ষেত্রে খুবই বেমানান মনে হবে।

ANIME-BLOG-03-07-1

বেডরুমের জন্যঃ

বেডরুমের ক্ষেত্রে বেডের মাথার দিকটায় ওয়ালপেপার লাগাতে পারেন। প্রকৃতির দৃশ্য আছে এমন ওয়ালপেপার বেডরুমে লাগালে ভালো হয়। তাহলে একটা সজীব অনুভূতি আসবে। সাধারণত বেডরুমে একটু হালকা আর কম নকশার ওয়ালপেপার লাগানোই ভালো। ডাইনিংয়ের জায়গায় একটা দেয়াল একটু ফোকাস করতে ওয়ালপেপার লাগানো যেতে পারে। এ ক্ষেত্রে পেইন্টিং ব্যবহার করার প্রয়োজন নেই। হালকা কমলা, নীল, সি গ্রিন রঙের ফ্লোরাল ওয়ালপেপার লাগাতে পারেন। এর ফলে জায়গাটি প্রাণবন্ত মনে হবে। শিশুদের ঘরে দেয়ালজুড়ে কার্টুনের ওয়ালপেপার বেশ ভালো লাগবে। একেক অংশের দেয়ালে ভিন্ন ভিন্ন কার্টুন চরিত্রের ওয়ালপেপার লাগাতে পারেন।

baby2

ধরন এবং ডিজাইনঃ
ওয়ালপেপারে সাধারণত যে ডিজাইনগুলো করা হয় সেগুলোকে বলা হয় সারফেইজ প্রিন্টিং, গ্রাভিওর প্রিন্টিং, সিল্কস্ক্রিন প্রিন্টিং, রোটানি প্রিন্টিং ও ডিজিটাল প্রিন্টিং। ওয়ালপেপার অনেক বড় রোলের মতো করে পেঁচিয়ে রাখা হয়। যাতে দেয়ালের ওপর থেকে লম্বাভাবে ঝুলিয়ে দেওয়া যায়। ওয়ালপেপার সৃষ্টি হওয়ার পর থেকেই হ্যান্ডপ্রিন্ট ওয়ালপেপার, উডপ্রিন্ট ওয়ালপেপার, মেশিন প্রিন্ট ওয়ালপেপার এবং ফ্লোক ওয়ালপেপার ব্যবহার করা হতো। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ওয়ালপেপারের সাইজগুলোকে সঠিক মাপের ধরা হয়। যুক্তরাষ্ট্রের ওয়ালপেপারগুলো সাধারণত ২৭ ইঞ্চি প্রস্থ বাই ২৭ ফিট (৮.২ মিটার) দীর্ঘ হয়ে থাকে। আর ইউরোপের ওয়ালপেপারগুলো ২১.৫ ইঞ্চি প্রস্থ বাই ৩৩ ফিট (১০মিটার) দীর্ঘ হয়। আমাদের দেশে বিভিন্ন সাইজের ওয়ালপেপার বিক্রি হয়। সিঙ্গেল ওয়ালপেপারও পেয়ে যাবেন খুব সহজে। আপনার দেয়ালের মাপ অনুযায়ী গজ হিসেবে ওয়ালপেপারগুলো কিনতে পারবেন।
wallpaper-stickers

যেখানে পাবেনঃ
ঢাকার হাতিরপুল ও এলিফ্যান্ট রোড থেকে এ ধরনের ওয়ালপেপার কিনতে পারবেন। এ ছাড়া ঢাকার গ্রিন রোডে গ্রিন সুপার মার্কেটেও যেতে পারেন। তবে শাহবাগে আজিজ সুপার মার্কেট কিংবা নিজের ইচ্ছামতো বানিয়ে নিতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটেও খোঁজ নিতে পারেন। এর দাম নির্ভর করে উপাদান ও নকশার ওপর। সাধারণত গজ এক হাজার ২০০ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন।

kids4_496385453

টিপসঃ

– দেয়ালের মাপ অনুযায়ী ওয়ালপেপার কেটে নিন। এতে জোড়া পড়ার ঝামেলা থাকবে না।
– অতিরিক্ত ওয়ালপেপারগুলো সব দেয়ালের জন্য উপযুক্ত নয়।
– ড্যাম পড়া দেয়ালে ওয়ালপেপার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
– দেয়ালের প্লাস্টার খারাপ থাকলে আগে ঠিক করে নিতে হবে।
-ভালো ফিনিশিংয়ের জন্য প্রথমে পাতলা কোনো পেপার লাগিয়ে নিতে পারেন।
– দরজা বা জানালার মাপ ভালো করে দেখে ওয়ালপেপার লাগানো উচিত।
-পানি দিয়ে এসব ওয়ালপেপার মুছে পরিষ্কার করে নিতে পারেন। তবে বেশি ঘঁষামাজা করবেন না।
– পরিষ্কার করতে কোনো এসিড জাতীয় জিনিস ব্যবহার করবেন না।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G