ঘরে তৈরি করুন আপেল নাইট ক্রিম

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৬ সময়ঃ ৩:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৬ অপরাহ্ণ

Apple-cream-745x445ত্বক শরীরের একটি স্পর্শকাতর অংশ । তাই ত্বকের যত্নে প্রকৃতিক উপাদান অতুলনীয়। আর নাইট ক্রিম যেহেতু সারা রাত ত্বকে দিয়ে রাখতে হয়, তাই সেটা প্রাকৃতিক হওয়াই ভালো। আসুন দেখে নেওয়া যাক ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে স্পর্শকাতর ত্বকের জন্য কিভাবে নাইট ক্রিম তৈরি করবেন।

উপকরণ:

মাত্র তিনটি ঘরোয়া উপাদান লাগবে এই নাইট ক্রিম তৈরি করতে। সেগুলো হলোঃ
-একটা তাজা আপেল
-আধা কাপ জলপাই তেল
-আধা কাপ গোলাপ জল

প্রস্তুত প্রণালী:Apple-Almond-

-প্রথমে ১টা আপেল ধুয়ে কুচি করে কাটুন খোসাসহ। এরপর গোলাপ জল ও অলিভ অয়েল মিশিয়ে ব্লেন্ডারে ভাল করে ব্লেন্ড করে নিন যাতে পেস্টটা ঘন হয়।

-একটা পাত্রে পানি গরম করুন। পানি ফুটে উঠলে পানির ওপরে আরেকটি পাত্রে এই মিশ্রণটি রেখে গরম করুন। অনেকটা চকলেট যেভাবে গলান, সেভাবে। মিশ্রণটি ভাল মত গরম করতে হবে, তবে খেয়াল রাখবেন একেবারে উত্তপ্ত যেন হয়ে না ওঠে।

-মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে ঠাণ্ডা করুন।

-কৌটায় ভরে ফ্রিজে রেখে ব্যবহার করু73305_78060_25903 (1)ন।

 

উপকারিতা:

-কাঁচা আপেলে ম্যালিক এসিড থাকে যা ত্বককে একই সাথে কোমল এবং টানটান করে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বুড়িয়ে যাওয়া কমায়।

-জলপাই তেল ময়েশচারাইজারের কাজ করে। খুব শুষ্ক ত্বককেও সজীব করে তোলে। ত্বকের ক্ষতি দূর করে।

-গোলাপ জল টোনারের কাজ করে। সারাদিন ত্বকে জমে থাকা ময়লা দূর করে। রোদে পোড়া ভাব কমায়।

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G