ঘুরে আসুন দিনাজপুরের ‘স্বপ্নপুরী’

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

sopnopury-02-bnbনাগরিক জীবনে হাঁপিয়ে উঠেছেন? একটু অবকাশ দরকার। প্রতিদিনের রুটিন ব্যস্ততায় কিছুটা একঘেঁয়েমি চলে আসে জীবনে। হঠাৎ ইচ্ছে করলো এই নাগরিক কোলাহল থেকে অন্তত অল্প সময়ের জন্য হলেও দূরে যাবেন। নিজের মতো করে সময় কাটাবেন। অল্প সময়ে পরিবারের সবাইকে নিয়ে অল্প খরচে অবকাশ যাপন করে আসতে পারেন স্বপ্নের মতো সুন্দর নিরিবিলি ভুবন ‘স্বপ্নপুরী’ থেকে।

দিনাজপুর শহর থেকে ৫২ কিমি: দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী অবস্থিত। সৌন্দর্যপিপাসু ও ভ্রমণবিলাসীদের জন্য এটি পর্যটনকেন্দ্র ও পিকনিক স্পট হিসেবে বেশ পরিচিত।

রাত যাপনের জন্য স্বপ্নপুরীতে রয়েছে আকর্ষণীয় রেস্ট হাউস ও কটেজ। রয়েছে উন্নত মানের খাবার দোকান। স্বচ্ছ পানির ফোয়ারাবিশিষ্ট ফুলের বাগানগুলো স্বপ্নপুরীকে একটি স্বাপ্নিক আবহ সৃষ্টিতে সাফল্য এনে দিয়েছে।

অনেকে ছেলেমেয়ে, আত্মীয়স্বজনসহ স্বপ্নপুরীতে সারা দিন থেকে নিজস্ব গন্তব্যে ফিরে যান। দিনাজপুর ছাড়াও বিভিন্ন জেলা থেকে স্বপ্নপুরীর সৌন্দর্য উপভোগ করতে অনেকেই আবার পরিবার, বন্ধুবান্ধবসহ ভিড় জমান স্বপ্নপুরীতে।Swapnapuri_Dinajpur1

এখানে রয়েছে দেশী-বিদেশী পশুপাখির ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, কৃত্রিম ঝর্ণা, কৃত্রিম চিড়িয়াখানা ও মিউজিয়াম। আছে বাংলাদেশের সুবিশাল মানচিত্র।

স্বপ্নপুরীর বিশাল এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে চিড়িয়াখানা ও শিশুপার্ক। বিশাল দীঘিতে রয়েছে স্পিডবোড, নৌকা, উড়োজাহাজ, ক্যাবল কার, ইলেকট্রিক দোলনা, নাগরদোলা, ট্রেন ও অ্যাকুয়ারিয়াম।

এছাড়া, শিশু-কিশোরদের জ্ঞান-বিজ্ঞানের কথা মাথায় রেখে রাখা হয়েছে নানা ধরনের রাইডস ও কৃত্রিম জীবজন্তু।

সাপ্তাহিক ছুটিতে পরিবারের আপনজন, বন্ধুবান্ধবকে নিয়ে বেড়াতে আসতে পারেন বিনোদনের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত দিনাজপুরের স্বপ্নপুরীতে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G