চট্টগ্রামের বহদ্দারহাটে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বহদ্দারহাট বাস স্টেশন এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার সিএমপি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ইয়াবা ব্যবসায়ীর নাম আবুল কালাম (৫২)। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার ডেইলা বিল এলাকার মৃত গুল মোহরের ছেলে।
ডিবির মোঃ হুমায়ুন কবির প্রতিক্ষণকে জানান, ‘দীর্ঘদিন ধরে আবুল কালাম টেকনাফ থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান ডিবির এ পরিদর্শক।
প্রতিক্ষণ/এডি/শাআ