চট্টগ্রামে অস্ত্রসহ ‘যুবদল ক্যাডার’ গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো:
নগরীর আগ্রাবাদ দাইয়াপাড়া থেকে বিদেশি অস্ত্রসহ গুলজার (৩৮) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ওয়ান শ্যূটার গান ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে ডবলমুড়িং থানায় ৮টি মামলা রয়েছে বলে উল্লেখ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম প্রতিক্ষণকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ব্যবসায়ী গুলজারকে আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী অভিযান চালিয়ে বিদেশী অস্ত্রসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ’
অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।
প্রতিক্ষণ/এডি/শাআ