চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পর কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড-অব অনার প্রদান করেন চট্টগ্রাম মহানগর পুলিশের একটি চৌকষ দল।
এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিশু থেকে বৃদ্ধ ব্যক্তিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সর্বস্তরের জনগণের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম চবি শহীদ মিনারে এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য চুয়েট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ মাহফিল, কবিতা আবৃত্তি, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিক্ষণ /এডি/মেজবা