চট্টগ্রামে নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ১১:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফটো
ফাইল ফটো

কেন্দ্র দখল, ভোট কারচুপি ও  ব্যাপক অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর দেওয়ানহাট উন্নয়ন আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে এ ঘোষণা দেন মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, ‘সকাল থেকে ভোট কেন্দ্র দখল, কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করলাম। ’

এছাড়া এসময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম নির্বাচন বর্জনের পাশাপাশি রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দেন।

মনজুর আলম বলেন, ‘আওয়ামী লীগ ক্যাডারা চট্টগ্রামের ৮০ শতাংশ কেন্দ্র দখল করে নিয়েছে। ভোট কেন্দ্রে আমাদের কোন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন এলাকায় আমার সমর্থকদের উপর হামলা করেছে তারা।  তাই নির্বাচন বয়কট করতে বাধ্য হয়েছি।

প্রতিক্ষণ/এডি/আরিফ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G