চট্টগ্রামে পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা
সুজা তালুকদার চট্টগ্রাম থেকে
দেশের সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজের বাজারের নাম চট্টগ্রামের খাতুনগঞ্জ। সেখানেই হঠাৎ করে আবার অস্থিরতা দেখা দিযেছে পেঁয়াজের বাজারে। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের সব আড়ত গুলিতে বস্তায় বস্তায় পেঁয়াজ থাকলেও দাম ঊর্ধ্বমুখী। কেজি প্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা গত কয়েকদিনে।
আমদানিকারকদের দাবি, পূজায় স্থলবন্দর বন্ধ থাকায় চাহিদার তুলনায় আমদানি কম ছিল বলেই এ পরিস্থিতি। তবে সরবরাহ এখন স্বাভাবিক বলে জানিয়েছেন তারা। এক সপ্তাহের ব্যবধানে ৩৫ টাকার ভারতীয় পেঁয়াজের দাম এখন ৪৫ টাকা। মৌসুম শেষ হওয়ায় দেশি পেঁয়াজের দামও বাড়তি। পাইকারিতে ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪২ টাকায়।
উল্লেখ, পাইকারিতে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে।