চট্টগ্রামে প্রশাসনের বাড়তি নিরাপত্তা
চট্টগ্রাম ব্যুরো, প্রতিক্ষণ ডট কম.
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহালের ঘোষণা আসার পর থেকে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সেক্ষে্ত্রে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্ব দেয়া হল দু’ হাজার অতিরিক্ত পুলিশ। এছাড়া চার প্লাটুন বিজিবি সদস্য নগরীতে টহল দেয়া শুরু করেছে। আজ সোমবার সকাল ৯টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করে এ সদস্যরা।
নগর পুলিশ সূত্রে জানা যায়, ‘কামারুজ্জামানের ফাঁসি বহাল রাখার আদেশ আসার পর নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।পুলিশ লাইনে থাকা প্রায় দুই হাজার ফোর্সকে মাঠে নামানো হয়েছে। চার প্লাটুন বিজিবি সদস্য টহল দিচ্ছে। এছাড়া থানাগুলোকে সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে।’
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার সকালে রিভিউয়ের এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
প্রতিক্ষণ/এডি/রাজ