চট্টগ্রামে ফের জঙ্গি আস্তানার সন্ধান
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মাত্র ৬ দিনের মাথায় নগরীর হালিশহরে এবার নগরীর হালিশহর থানার গোল্ডেন কমপ্লেক্স আবাসিক এলাকার একটি ভবনে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে র্যাব।
এসময় র্যাব-৭ এক নারীসহ ৪ জনকে আটক করে।
আস্তানাটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারেরও দাবি করা হয়েছে।
আটক হওয়া চারজন হলেন- মো.ফয়জুল হক (৩০) পেকুয়া, কক্সবাজার, মো, আব্দুল হাই (৩৬), মোড়লগঞ্জ, বাগেরহাট এবং মোছাম্মদ রহিমা আক্তার (২১) পেকুয়া, কক্সবাজার।
র্যাব ৭ এর সহকারি পরিচালক এএসপি সাহেদা আক্তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসময় ১৫০ কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, সাতটি শক্তিশালী হাতবোমা, ২৪ রাউন্ড গুলি, বোম তৈরির বিভিন্ন উপকরণ, জঙ্গি প্রশিক্ষণের জুতা এবং পোশাক উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গত ২২ ফেব্রুয়ারি নগরীর বাশখালিতে জঙ্গি আস্তানায় অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে গোল্ডেন আবাসিক এলাকার ১ নম্বর সড়কের গোলাম মাওলা লেইনের ১/১৯ নম্বর ভবনের ২য় তলা থেকে এসব উদ্ধার করা হয়। মার্কিন প্রবাসী এক ব্যক্তির মালিকানাধীন পাঁচতলা এই ভবনটিতে গত ১ ফেব্রুয়ারি থেকে ভাড়া নিয়ে বসবাস করছিলেন ফয়জুল হক ও তার পরিবার।
র্যাবের দাবি, এরা দেশবিরোধী নাশকতা করার জন্য দীর্ঘদিন ধরে এসব বোমা ও বোমা তৈরির সরঞ্জাম মজুদ করেছে। তারা জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে।
প্রতিক্ষণ /এডি/বাবলু