চট্টগ্রামে রোববার শিবিরের হরতাল

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hortalনিজের ছোড়া হাতবোমায় নিহত শিবির নেতা সাকিবুল ইসলামকে হত্যা করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে রোববার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির।

এ ছাড়া শুক্রবার দোয়া দিবস এবং শনিবার বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর প্যারেড ময়দানে সাকিবের গায়েবানা জানাযা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

নিজে ছোড়া হাতবোমা বিস্ফোরণে আহত সাকিবকে গত ২১ জানুয়ারি পুলিশ আটক করে পুলিশ। ওই সময় সাকিব তাদের কর্মী নয় বলে দাবি করে শিবির। বুধবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেলে সাকিবকে নিজেদের নেতা দাবি করে সংগঠনটি।

গায়েবানা জানাজায় জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ উল্লাহ, ডা. সিদ্দিকুর রহমান, ড. আবু হানিফা মু. নোমান, নগর দক্ষিণ শিবির সভাপতি এম.এইচ.সোহেল, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, লেবার পার্টি সভাপতি ওসমান গনি সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ /এডি/রুবেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G