চট্টগ্রামে শহীদ কামাল চত্বর উদ্বোধন করলেন সিটি মেয়র
প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০২০ সময়ঃ ১০:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৬ অপরাহ্ণমো. মুনছুর আলী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে শহীদ কামাল উদ্দীন চত্বর উদ্বোধন করলেন- মেয়র আ. জ. ম নাছির উদ্দিন। ক্লীন সিটি -গ্রীন সিটি শ্লোগানকে নিয়ে চট্টগ্রাম নিউ মার্কেট গোল চত্বরকে শহীদ কামাল উদ্দীন নামে মহান স্বাধীনতার স্তম্ভ শুভ উদ্ভোবন করা হয়।
উল্লেখ্য, কে ওয়াই স্টিল এর পৃষ্ঠপোষকতায় ও এডিওস ইন এর প্রকল্প বাস্তবায়ন সহায়তায় নিউ মার্কেট গোল চত্বরকে নানারকম আলোকরুপে সজ্জিত করা হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করর্পোরেশনের মেয়র, ক্লিন সিটি, গ্রীন সিটির প্রবর্তক আ জ ম নাছির উদ্দীন।বেলুন উড়িয়ে শহীদ কামাল উদ্দীন চত্বর উদ্ভোবন করা হয়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, মহিলা কাউন্সিলর মিসেস নিলু নাগ,কে.ডি.এস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খলিলুর রহমান, কে.ডি.এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
এই সময় পুরো চত্বর জুড়ে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। শ্লোগানে শ্লোগানে মুখরিত শহীদ কামাল উদ্দীন চত্বর। পরে মোনাজাতের মধ্য দিয়ে শহীদ কামাল উদ্দীন চত্বরটির উদ্বোধন অনুষ্ঠান সমাপ্ত করা হয়।