চট্টগ্রামে ২ খাবারের দোকানকে জরিমানা
চট্টগ্রাম ব্যুরো:
অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি এবং খাবারের মূল্য তালিকা না থাকায় দুটি দোকানকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে নগরীর ফকিরহাট এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী ও তাহমিনা আক্তার। তাহমিনা আক্তার প্রতিক্ষণকে জানান, ‘অভিযান পরিচালনায় দেখা যায় খাবারের দোকানগুলোতে নোংরা পরিবেশে খাদ্য তৈরী করা হয়। যেখানে খাদ্য তৈরী হচ্ছে সেখানে নানা রকম ময়লায় ভরপুর। এছাড়া দোকানগুলোতে কোনো মূল্য তালিকা নেই। তাই ফকিরহাট এলাকার ফুড রেস্তোরাঁকে ৫ হাজার টাকা এবং হোটেল নুর-এ-আজমীরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে শহরের সিআরবি এলাকায় সিএনজি অটোরিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ে পরিচালিত একই ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স না থাকায় নয় চালককে জরিমানা করা হয়। নয়টি মামলায় ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
প্রতিক্ষণ/এডি/শাআ