চট্টগ্রামে ৩৬ ঘণ্টার হরতাল চলছে
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলছে।
হরতালে নাশকতা মোকাবেলায় চট্টগ্রাম নগরী ও জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সহিংসতা মোকাবেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন আছে।
মঙ্গলবার ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর এ পর্যন্ত কোথাও নাশকতার কোন খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে বিএনপি কিংবা ২০ দলের নেতাকর্মীদের মিছিল কিংবা অন্য কোন কর্মসূচি পালনের খবরও পাওয়া যায়নি।
নগরীর নিউমার্কেট ও কাজির দেউড়ি এলাকায় গিয়ে দেখা গেছে, ভোর থেকেই স্বাভাবিক নিয়মে রিকশা রাস্তায় নেমেছে। কিছু কিছু অটোরিকশাও আছে। মাঝে মাঝে গণপরিবহনের দেখাও মিলছে। তবে ব্যক্তিগত গাড়ি কম চলাচল করছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বলেন,‘মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।’
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. হাছান চৌধুরী বলেন,‘নাশকতা মোকাবেলায় প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। কেউ সহিংসতা সৃষ্টি করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।’
চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বলেন,‘স্পর্শকাতর পাঁচটি উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন আছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ আগে থেকেই মোতায়েন আছে।’
এদিকে হরতালের মধ্যেও কর্মক্ষেত্রে যাবার জন্য ভোর থেকে শ্রমজীবী মানুষ রাস্তায় নেমেছেন।
হরতালের মধ্যে নগরীতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ আছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
নগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী সোমবার বিকেলে হরতালের ডাক দেন।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে নগর বিএনপি সভাপতি হরতালের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সহকারি মোহাম্মদ সেলিম।
প্রতিক্ষণ/এডি/জামিল