চট্টগ্রাম গড়তে নাছিরের ৩৬ দফা

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

Nasir-1427612840চট্টগ্রামকে স্বপ্নের মেগাসিটি গড়তে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

বুধবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহারে আ জ ম নাছির বলেন, ‘আমি চট্টগ্রামকে স্বপ্নের মেগাসিটি গড়তে চাই, জলাবদ্ধতামুক্ত জনবান্ধব ডিজিটাল চট্টগ্রাম গড়ে তোলা আমার স্বপ্ন।’

নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তিনি ।

বেলা ১১টায় ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের প্রাক্তন সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

এই সময় মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. হাছান মাহমুদ এমপি, আবুল হাসনাত আবদুল্লাহ, অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
চট্টগ্রামের মেয়র নির্বাচিত হলে ‘কর্ণফুলী বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি চালু করার অঙ্গীকার ঘোষণা করেন তিনি।

নির্বাচনী ইশতেহারের মাধ্যমে চট্টগ্রামকে একটি ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন আ জ ম নাছির।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G