চট্টগ্রাম টেষ্ট : ভারতের কাছে বাংলাদেশের ১৮৮ রানে হারলো

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১৮, ২০২২ সময়ঃ ১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

চট্টগ্রাম টেস্টে স্বাগতিক বাংলাদেশ ভারতের কাছে ১৮৮ রানে হারলো। দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

সিরিজের প্রথম টেস্টে ভারতের ছুঁড়ে দেয়া ৫১৩ রানের পাহাড় সমান টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

চতুর্থ দিন শেষে ১০২ ওভারে ৬ উইকেটে ২৭২ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনে ৪ উইকেট হাতে নিয়ে আরও ২৪১ রান করতে হতো বাংলাদেশকে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে জাকির হাসান ১০০, অধিনায়ক সাকিব আল হাসান ৮৪ ও নাজমুল হোসেন শান্ত ৬৭ রান করেন।

ভারতের স্পিনার অক্ষর প্যাটেল ৪টি ও কুলদীপ যাদব ৩টি উইকেট নেন।  টেস্টের দুই ইনিংসে ভারত যথাক্রমে ৪০৪ ও ২ উইকেটে ২৫৮ রান করে। প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলো বাংলাদেশ।

আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ফলাফল : ১৮৮ রানে ভারত জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : ইয়াদব (ভারত)

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G