চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদকে হত্যা
বাড়ি থেকে ডেকে নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে (২৫) পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার সকালে নগরের দক্ষিণ নালাপাড়া এলাকায় সুদীপ্তকে হত্যা করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার এ তথ্য জানিয়েছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে নগরের দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা বাবুল বিশ্বাসের ছেলে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে বাড়ির পাশেই একটি নির্জন স্থানে নিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
ওসি বলেন, আহত অবস্থায় সুদীপ্তকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
অপর দিকে আকবর শাহ থানার ওসি মো. আলমগীর জানিয়েছেন, বাজি পোড়ানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জয়দাশ নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষ।
দুটি লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রতিক্ষণ/এডি/শাআ