চট্রগ্রাম বিমানবন্দরে এনএসআই টিমের হাতে প্রায় ২.৫ কেজি স্বর্ণ উদ্ধার
সুজা তালুকদার চট্টগ্রাম থেকে
চট্রগ্রাম বিমানবন্দরে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাসীর মাধ্যমে এনএসআই টিম ১ জন যাত্রীর কাছ থেকে প্রায় ২.০৯০ কেজি স্বর্ণ (২৪ ক্যারেট), ২ টি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার (মোট ২.৪২৩ কেজি স্বর্ণ) ও বিপুল পরিমাণ কসমেটিক্স উদ্ধার করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীর নাম জসিম উদ্দিন, পাসপোর্ট নং: ইকে-০০৩৭১৫৭, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
উক্ত যাত্রী উল্লেখিত স্বর্ণ একটি কুকিং মেশিনের এর ভিতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করেছিল। পরবর্তীতে তা এনএসআই টিম খুলে উদ্ধার করে এবং স্বর্ণকার কর্তৃক পরীক্ষার মাধ্যমে স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়।
ইতোপূর্বে, উক্ত যাত্রী এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ যোগে শারজাহ হতে ৯.২০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স এর কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণ, স্বর্ণবার ও স্বর্ণালংকার এর আনুমানিক বাজারমূল্য ১,৬৭,৩৯,৯৩১ টাকা (বাজুস এর তথ্যানুসারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণালংকার এর বাজারমূল্য ৬,৮৬৬/-)।
রাজস্ব আয়: ১,৬৭,৩৯,৯৩১/- টাকা (০১ কোটি ৬৭ লক্ষ ৩৯ হাজার ৯৩১)।
বিমানবন্দর কর্তৃপক্ষ উক্ত যাত্রীকে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় তাকে ফৌজদারি মামলার মাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে এবং তার নিকট থাকা সকল স্বর্ণ জব্দ করা হবে জানিয়েছে।