চবিতে আদিবাসী ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৬ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

cuচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাজ তত্ত্ব বিভাগের ২০১৩-১৪ সেশনের এক আদিবাসী ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই বিভাগের শিহাব উদ্দিন নামে এক শিক্ষার্থীর বিরদ্ধে।

জানা যায়, গতকাল সমাজতত্ত্ব বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে সমাজ বিজ্ঞান অডিটোরিয়ামে মেয়েটিকে অভিযুক্ত শিক্ষার্থী শিহাব শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে মেয়েটি নাম প্রকাশ না করার শর্তে প্রতিক্ষণ ডটকম কে বলেন ‘ছেলেটি ১ম বর্ষ থেকে প্রেমের নামে আমাকে হয়রানি করে আসছিল, গতকাল সোমবার সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে সিটে বসাকে কেন্দ্র করে আমাকে নানা ভাবে হয়রানি করার চেষ্টা করে, প্রতিবাদ করতে গেলে “প্রধানমন্ত্রী আসলেও কেউ কিচ্ছু করতে পারবে না” বলে আমাকে শাসায় এবং এক পর্যায়ে আমার গালে চড় মারে।’

এ ঘটনায় মেয়েটি আজ ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর আলী আজগর চৌধুরী ও পরে সমাজ তত্ত্ব বিভাগের সভাপতি লুৎফুর নাহার বেগমের নিকট অভিযুক্ত ছেলেটির বিরদ্ধে অভিযোগ পত্র দিয়েছে। অভিযোগ পত্রে মেয়েটি তার নিরাপত্তা নিয়ে শংঙ্কা প্রকাশ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘বন্ধের আগে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’ এ ঘটনায় অভিযুক্তকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

সমাজ তত্ত্ব বিভাগের সভাপতি লুৎফুর নাহার বেগম প্রতিক্ষণ ডটকম কে বলেন, ‘অভিযোগ পত্রটি আমি পেয়েছি, ছেলেটির বিরুদ্ধে যদি সুস্পষ্ট অভিযোগ প্রমানিত হয় তবে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে অভিযুক্ত শিহাব প্রপ্রতিক্ষণ ডটকম কে বলেন, সে এ ধরনের কোন কাজ করেনি, তাকে মেয়েটি ক্ষতি করার চেষ্টা করছে।

কোন রাজনৈতিক সংগঠনে যুক্ত আছে কি না এ বিয়য়ে জানতে চাইলে ‘১ম বর্ষে ছাত্রলীগের বগি ভিত্তিক রাজনৈতিক সংগঠন বিজয় এ যুক্ত ছিলাম, কিন্তু এখন যুক্ত নেই’ বলে দাবি করেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G