চবিতে জিমনেসিয়াম ভবন উদ্বোধন

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ২০, ২০১৫ সময়ঃ ৭:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪২ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

c uচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নব-নির্মিত জিমনেসিয়াম ভবন উদ্বোধন করেছেন চবি উপচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আজ সকাল ১১.৩০ টায় এটি উদ্বোধন করা হয়।

এই সময় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরল হুদার সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) জনাব মো. ফরহাদ হোসেন খানের সজ্ঞালনায় অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন কেন্দ্রীয় মসজিদের খতীব।

অনুষ্টানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন,কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও ডিন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর ও সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরল আলম কুদ্দুসী, শাহজালাল হলের প্রভোস্ট ও প্রভোস্ট কমিটির আহবায়ক এবং চ.বি. সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুলতান আহমেদ, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী সহ প্রমুখ।

এর আগে মাননীয় উপাচার্য নব-নির্মিত স্পোর্টস সাইয়েন্স ও জিমনেসিয়ামের নাম ফলক উন্মোচন করেন।

উপাচার্য তাঁর ভাষণে বলেন সুস্থ দেহেই বসবাস করে সুন্দর মন। শিক্ষার্থীদের সুন্দর আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পঠন-পাঠনের পাশাপাশি নিয়মিত শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ একান্ত অপরিহার্য।

শিক্ষার্থীদের শরীর চর্চা ও ক্রীড়া অনুশীলনের সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে সকলের দীর্ঘদিনের কাঙ্খিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জিমনেসিয়াম আজ বাস্তবে রূপ নিয়েছে।আজকের দিনটি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি আনন্দঘন মুহুর্ত।তিনি এ সময জিমনেসিয়াম প্রতিষ্ঠায় প্রাক্তন উপাচাযের্র ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এ ছাড়া যুগের চাহিদার প্রেক্ষিতে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স একটি গুরত্বপূর্ণ বিভাগ যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার আত্মপ্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগ-সুবিধা সদ্ব্যবহার করে এ বিভাগ থেকে সফলতার সাথে শিক্ষাজীবন শেষ করে শিক্ষার্থীরা শুধুমাত্র দেশে নয়, আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনেও তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবে এ লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বীয় দায়িত্বের প্রতি আন্তরিক ও নিষ্ঠাবান হওয়ার আহবান জানিয়ে জিমনেসিয়াম ও উক্ত বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধনা ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G