চবিতে পহেলা বৈশাখে মোটরসাইকেল নিষিদ্ধ

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৭ সময়ঃ ৩:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৬ অপরাহ্ণ

মিনহাজুল ইসলাম তুহিন, চবি প্রতিনিধি:

পহেলা বৈশাখের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মোটরসাইকেল প্রবেশ নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের শিডিউলও পরিবর্তন করা হয়েছে।

শিক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী।

তিনি জানান, বৈশাখের দিন সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মোটর সাইকেল ক্যাম্পাসে প্রবেশ করলে তা আটক করা হবে।

শাটল ট্রেনের পরিবর্তিত শিডিউল হল- নগরীর বটতলী স্টেশন থেকে ট্রেন  ছেড়ে যাবে সকাল ৭টা ৫০মিনিট এবং সকাল ৮টা ৩০ মিনিটে। বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ৬টা, ৬টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০মিনিট।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G