চবিতে প্রধান ফটকে ছাত্রলীগের তালা

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৩ পূর্বাহ্ণ

চবি প্রতিবেদক

তালাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিভিন্ন সময় হলে চুরির ঘটনা কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের কর্মীরা। আজ দুপুর দুপুর দেড় টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিগত কয়েক মাস ধরে বিভিন্ন হলে মোবাইল,ল্যাব ল্যাপটপ সহ বিভিন্ন মূল্যবান জিনিস পত্র চুরির ঘটনা ঘটে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা বিশ্ববিদ্যালয় মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায়।

পরে প্রক্টরের হস্তক্ষেপে পুলিশ তালা ভেঙ্গে দেয়। এ সময় মূল ফটকের পাশে দোকানের জিনিস পত্র ভাংচুর করে ছাত্রলীগের কর্মীরা।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রতিক্ষন কে বলেন, কয়েক দিন আগে শাহ জালাল হল থেকে কয়েকটি মোবাইল ল্যাপটপ চুরি হলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অভিহিত করি। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে ছাত্ররা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরীকে একাধিক বার ফোন দেয়া হলে তাকে পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G