চবিতে স্কিল ডেভলাপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রথম প্রকাশঃ অক্টোবর ১১, ২০১৫ সময়ঃ ৫:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৫ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

tariiningচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ব্যুরো অব বিজনেস রিসার্চ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক কাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্কিল ডেভলাপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ (রবিবার) দুপুর ১২ টায় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ট্রেনিং প্রোগ্রমের উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উপাচার্য তাঁর ভাষণে বলেন ‘‘তীব্র প্রতিযোগিতাপূর্ণ বর্তমান বিশ্বে নিজেদের অবস্থান সৃদুঢ় করার লক্ষ্যে সৎ, দক্ষ ও যোগ্য মানব সম্পদ সৃষ্টির কোন বিকল্প নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার আধুনিক ধ্যাণ-ধারণা সম্বলিত তথ্য-প্রযুক্তি ব্যবহারে পারদর্শী মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ কল্পে এবং কাজের গতিশীলতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ট্রেনিং প্রোগ্রাম অত্যন্ত গুরত্বপূর্ণ অবদান রাখে।তিনি এই সময় প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অফিসের কাজে সার্বিক উন্নয়নে বিশেষ গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করেন এবং ট্রেনিং প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করে এর উদ্বোধন ঘোষণা করেন।’’

ব্যুরো অব বিজনেস রিসার্চ এর চেয়ারম্যান প্রফেসর ড.রণজিৎ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন চ.বি. সাবেক উপাচার্য প্রফেসর এ জে এম নূরদ্দীন চৌধুরী, প্রোগ্রামের কর্মপদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন ব্যুরো অব বিজনেস রিসার্চ এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ,দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G