চবির মূল ফটকে শিক্ষার্থীদের তালা

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ২২, ২০১৫ সময়ঃ ৯:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

c u 2পবিত্র ঈদুল আযহার ছুটিতে শহরগামী ছাত্রবাস সার্ভিস না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মূল ফটকে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায় ঈদেও ছুটির সময় শাটল ট্রেন বন্ধ থাকায় বিশেষ বাসের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।কিন্তু নির্ধারিত সময়ের পরে বাস না আসায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চবির মূল ফটকে তালা লাগিয়ে দেয়।

শিক্ষার্থীরা জানায়, ঈদের ছুটির কারণে রবিবার থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে শাটল ট্রেন বন্ধ থাকায় শিক্ষার্থীদের শহরে যাতায়ত করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শহরে আসা যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার বিকাল ৪টা থেকে একটি বাস চলাচলের ঘোষণা দেয়। কিন্তু শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের বাসগুলো চলাচল করলেও শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বাসটি চলাচল করেনি।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘ছুটিতে শহরগামী বিশেষ বাসের ব্যবস্থা না করায় শিক্ষার্থীরা মূল ফটকে তালা দেয়। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে তালা খুলে দেয়া হয়।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G