চবি শিক্ষকদের কর্মবিরতির ঘোষনা

প্রথম প্রকাশঃ আগস্ট ৬, ২০১৫ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৯ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিনিধি

cu_chittagong_university_6883স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো এর পূন:নির্ধারণ এর দাবিতে আগামী ৯ আগষ্ট (রবিবার) পূর্ণদিবস কর্মবিরতি ঘোষনা করেছে চট্টগাম বিশ্ববিদ্যালয়(চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি।

আজ গণমাধ্যম এ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.আবুল মনছুর ও সাধারণ সম্পাদক ড. কাজি এস.এম. খসরুল আলম কুদ্দুসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, গত ৫ আগস্ট তারিখের সাধারণ সভায় শিক্ষক সমাজ কর্তৃক ৮ম জাতীয় বেতন কাঠামোতে অবমাননাকর বেতন কাঠামো সংশোধন এবং কার্যনির্বাহী কর্তৃক গৃহীত যে কোন পদক্ষেপ এর প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন। এ সময় শিক্ষকবৃন্দ অসন্তোষ প্রকাশ করে প্রস্তাবিত বেতন কাঠামোকে বৈষম্যমূলক ও অবমাননাকর উল্লেখ করে এটি পুন:নির্ধারণ করে শিক্ষক সমাজের মর্যদা ফিরেয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায়, কঠোর কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

উল্লেখ্য, যে চট্টগাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষক সমিতি শিক্ষকদের সতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, সিলেকশন গ্রেড অধ্যাপকদের বেতন-ভাতা জ্যৈষ্ঠ সচিবদের সমতূল্য, অধ্যাপকদের বেতন সচিবদের সমতূল্য, সহযোগী ও সহকারী প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করা, প্রত্যাশিত বেতন কাঠামোয় ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এর পদমর্যাদায় উন্নীত করার দাবি জানান। উল্লেখিত দাবি আদায়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দীর্ঘ তিন মাস আন্দোলন করে যাচ্ছেন। এ সমস্ত আন্দোলন এর মধ্যে কালো ব্যাজ ধারণ, চট্টগাম প্রেস ক্লাবে মানবন্ধন, কর্মবিরতি, ধর্মঘট বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রতিক্ষণ/এডি/ইমতিয়াজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G