চমকে দেওয়ার মতো যত প্রাণি!
প্রতিক্ষণ ডেস্ক
পৃথিবীতে প্রায় ১,৩৬৭, ৫৫৫ মিলিয়ন প্রাণি ও কীটপতঙ্গ আছে! এর মধ্যে আমরা কয়টি প্রাণিকে চিনি? পৃথিবীতে অনেক অদ্ভূত প্রাণি রয়েছে যেগুলো আমরা কখনো দেখিনি। গবেষকরা প্রতিনিয়ত নতুন প্রজাতির খোঁজ করে যাচ্ছেন। চলুন দেখে নিই এমনই কিছু অদ্ভুত প্রাণিঃ
১। Thorny Dragon
ড্রাগনের মতো দেখতে এই প্রাণিটি মরুভূমিতে দেখতে পাওয়া যায়। এই টিকটিকি জাতীয় প্রাণিটির একটি নকল মাথা আছে। বিপদের সময় প্রাণীটি তার আসল মাথাটি নকল মাথার নিচে লুকিয়ে ফেলে।
২। Red-lipped Batfish
মাছ প্রজাতির হলেও এই মাছটি তেমন সাঁতার কাটতে পারে না। তারা মূলত ফুলকার সাহায্যে সাগরের নিচে হেঁটে বেড়ায়।
৩। Shoebill
সারস পাখির মত দেখতে এই বিশাল পাখিটির নামকরণ করা হয় তার ঠোঁটের কারণে। এইরকম পাখির কথা প্রাচীণ মিশর এবং আরবে গল্পে পাওয়া গেলেও ১৯ শতাব্দীতে এই পাখিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
৪। Pink Fairy Armadillo
এই প্রাণিটি আর্জেন্টিনা মরুভূমি এলাকায় দেখতে পাওয়া যায়। এরা সাধারণত শুষ্ক মাটিতে গর্ত করে থাকতে পছন্দ করে। ৫ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।
৫। The Panda Ant
চিলিতে দেখা মিলবে এই পিঁপড়াটি। তাদের বেদনাদায়ক হুলের কারণে একে কাউ কিলার বা কাউ অ্যান্ট বলা হয়ে থাকে। পাণ্ডার মতো সাদা কালো দেখতে বলে একে পান্ডা অ্যান্ট বলা হয়।
৬। Venezuelan Poodle Moth
২০০৯ সালে ভেনিজুয়েলায় এই পোকাটি আবিষ্কার করা হয়। এর সম্পর্কে তেমন কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
৭। Dumbo Octopus
সমুদ্রের প্রায় ৩০০০ থেকে ৪০০০ মিটার গভীরে এই অক্টোপাসটির দেখা পাওয়া যায়। এদের মাছের ফুলকার মতো কান থাকে।
৮। Star-Nosed Mole
তারার মতো নাকের কারণে এই প্রাণিটিকে স্টার নোজ মোল বলা হয়। এর নাক ২২টি চিকন মাংসল দিয়ে গঠিত।
৯। Yeti Crab
Yeti Crab এর আরেক নাম Kiwa hirsuta। ২০০৫ সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এর দেখা পাওয়া যায়। এটি প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে।
১০। Superb Bird of Paradise
নিউ গিনিতে এই সুন্দর পাখিটির দেখা পাওয়া যাবে।
১১। The Maned Wolf
১২। Sunda Colugo
১৩। Zebra Duiker
১৪। Blob Fish
১৫। Gobi Jerboa
সূত্রঃ borepanda
প্রতিক্ষণ/এডি/এফটি