প্রতিক্ষণ ডেস্কঃ
প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধলেন জনপ্রিয় দুই তারকা মম ও নিরব। ছবির নাম ‘আমি শুধু তোর হবো’। ছবির পরিচালক ও চিত্রনাট্য লেখক রফিক শিকদার। ছবিটি প্রযোজনা করবেন আবদুল মজিদ মিল্টন।
গেল ১৫ জুন ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান চিত্রনায়ক নিরব। এরই মধ্যে ছবির জন্য একটি ফটোশুটেও অংশ নিয়েছেন নিরব-মম।
ছবিটি নিয়ে প্রত্যাশা কী রকম জানতে চাইলে নিরব বলেন, ‘ছবির গল্পের গাঁথুনি অনেক মজবুত। ছবির কলাকুশলীরা সবাই অভিজ্ঞ। মমও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। আশা করছি, ছবিতে নতুন অনেক বিষয় থাকবে। আর আমরা চেষ্টা করব দর্শকরা যেন আকৃষ্ট হয়েই হলে এসে ছবিটি দেখে।’
আগামী অক্টোবরে ছবির শুটিং শুরু হবে। ঢাকা, পাবনা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে ছবির শুটিং করা হবে বলে জানান নিরব।
এদিকে মম-নিরব একসঙ্গে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছিলেন বহুদিন আগে। দুজনের মধ্যে ভালো বোঝাপড়াও রয়েছে। এখন দেখা যাক, বড়পর্দায় নতুন এই জুটি সফল হন কি না।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া