চলছে অ্যাকশন জেসমিন ও ঘাসফুল

প্রথম প্রকাশঃ মে ২৫, ২০১৫ সময়ঃ ৩:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

action+ghas ful

 

মে মাসের তৃতীয় শুক্রবারে মুক্তি পেল ভিন্ন ধারার দুই চলচ্চিত্র। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ ও আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’।

‘অ্যাকশন জেসমিন’ এর নাম ভূমিকায় অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেত্রী ববি। কিছুদিন ধরেই রূপালি পর্দায় বাইরে ছিলেন আলোচিত এ নায়িকা। এ চলচ্চিত্রটির মাধ্যমে তিনি পাকা পোক্তভাবে উঠে আসবেন বলে আশা করছেন। তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

অ্যাকশনধর্মী এ ছবিতে ববিকে একজন সাহসী পুলিশ চরিত্রে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, মিজু আহমেদ, কাবিলা প্রমুখ। বিগ বাজেটের এই ছবিটি প্রায় ষাটটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হচ্ছে। এ দিকে ইমপ্রেস টেলিফিল্মের ‘ঘাসফুল’ চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকরাম খান। অভিনয় করেছেন কাজী আসিফ, শায়লা সাবি, তানিয়া বৃষ্টি, লায়লা আজাদ নূপুর, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

সঙ্গীত পরিচালনা করেছেন সানী জুবায়ের। ঘাসফুল মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসহ বেশকিছু প্রেক্ষাগৃহে। পাশাপাশি শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে ছবিটি প্রদর্শিত হবে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G